তাইওয়ানের চারপাশে উড়ল চীনা যুদ্ধবিমান

তাইওয়ানের চারপাশে উড়ল চীনা যুদ্ধবিমান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তাইওয়ানের চারপাশজুড়ে চীনের বিমান বাহিনী তাজা গুলির মহড়া চালিয়েছে। চীন এ মহড়া চালানোর মাধ্যমে কার্যত স্বায়ত্ত্বশাসিত তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো।

এক বিবৃতিতে চীনা বিমান বাহিনী জানিয়েছে, সম্প্রতি চীনের এইচ-৬কে বোমারু বিমান তাইওয়ানের চারপাশ দিয়ে টহল দিয়েছে।

মহড়া শেষে এইচ-৬কে বোমারু বিমানের পাইলট ঝাই পেইসং বলেন, ‘আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার বিষয়ে আস্থাশীল।

মাতৃভূমি আমাদের হৃদয়ে এবং তাইওয়ান দ্বীপ রয়েছে মাতৃভূমির হৃদয়ে। ’

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, বুধবার বিকেলে চীনের বেশ কয়েকটি যুদ্ধ বিমান মিয়াকো প্রণালী ওপর দিয়ে ওড়ে এবং পরে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।

দক্ষিণ-পূর্ব চীন সাগরে তাজা গোলাগুলির সামরিক মহড়া চালানোর একদিনেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটলো।  

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে, নানা ধরনের উড়োজাহাজ ওই মহড়ায় অংশ নেয়, যাদের মূল লক্ষ্য ছিল সমুদ্রে সব রকমের আবহাওয়ার মধ্যে সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা।



সূত্র: পার্স টুডে       •         অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর