মার্কিন ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর!

মার্কিন ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আমেরিকা ও তার মিত্রদের ছোড়া অবিস্ফোরিত দুটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছে সিরিয়ার সরকার। গত শনিবার আমেরিকা-ব্রিটেন-ফ্রান্স সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসময় এ দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বৃহস্পতিবার রাশিয়ার ইতার তাস বার্তা সংস্থাকে জানিয়েছে, গত ১৪ এপ্রিল সিরিয়ার ওপর ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে এ দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি।

এগুলো সিরিয়ার সামরিক বাহিনী ১৭ এপ্রিল রাশিয়ার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

সূত্রটি জানায়, সিরিয়ার সামরিক বাহিনী বুধবার ক্ষেপণাস্ত্র দুটিকে একটি বিমানে করে রাশিয়ায় পাঠিয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ খবর নিশ্চিত করেনি।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন।

শনিবার সিরিয়ার স্থানীয় সময় ভোর চারটায় আমেরিকা-ব্রিটেন-ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, ১০৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৭১টিকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর