ব্রিজ পার হতে না পারায় ট্রেনের ধাক্কা, নিহত ১

প্রতীকী ছবি

ব্রিজ পার হতে না পারায় ট্রেনের ধাক্কা, নিহত ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ট্রেনের ধাক্কায় ছিটকে রেলব্রিজের নিচে পড়ে শরিফুল ইসলাম (২৪) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈ-ডাঙ্গা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে  তার লাশ উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শরিফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় স্থানীয় একটি এনজিওতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শরিফুল ইসলামসহ কয়েকজন কৈ-ডাঙ্গা রেলব্রিজের পশ্চিম পাশ থেকে পূর্বদিকে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহী গামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলে আসে।

অন্যরা ব্রিজ পার হতে পারলেও শরিফুল ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, শরিফুল কানে কম শুনতেন। ব্রিজ পার হওয়ার সময় তিনি ট্রেন আসার শব্দ না শোনায় এ ঘটনা ঘটে থাকতে পারে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)