সাতক্ষীরা সীমান্তে ৭৫টি উট পাখির বাচ্চা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

উদ্ধারকৃত উট পাখির বাচ্চা ও স্বর্ণালঙ্কার (ইনসেটে)

সাতক্ষীরা সীমান্তে ৭৫টি উট পাখির বাচ্চা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

শাকিলা ইসলাম জুঁই • সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার পৃথক দুটি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ৭৫টি উট পাখির বাচ্চা ও বেশ কিছু সোনার গয়না উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

আজ শনিবার (২১ এপ্রিল) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এসব উদ্ধার করা হয়।  

তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে লকেটসহ ১১টি সোনার চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আংটি।

এছাড়া ৭৫টি উট পাখির বাচ্চা। তবে এর মধ্যে অসুস্থ হয়ে ৪ টি উট পাখির বাচ্চা মারা গেছে।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের  অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা সদর উপজেলার পদ্ম শাখরা সীমান্ত দিয়ে ভোর রাতে খাচায় করে উট পাখির বাচ্চা নিয়ে এক দল চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় তারা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে উট পাখির বাচ্চা ফেলে পালিয়ে যায়।

 

অপরদিকে, সকালে কুশখালী সীমান্ত থেকে বেশ কিছু সোনার গহনা উদ্ধার করা হয়েছে। তবে সেখান থেকেও চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। স্বর্ণালঙ্কারগুলো জুয়েলার্সে নিয়ে ওজন করে দাম নির্ধারণ করা হবে।  

শাকিলা/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর