খুলনায় রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে লাল পতাকা মিছিল

খুলনায় রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলে লাল পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলের শ্রমিকরা লাল পতাকা মিছিল করেছে। আজ রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিলের উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা এই কর্মসূচি পালন করে। খুলনার খালিশপুর, আটরা শিল্পাঞ্চল ও খুলনা-যশোর রোডে শ্রমিকরা ১১ দফা বাস্তবায়নের দাবিতে লাল পতাকা নিয়ে মিছিল করেছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের যুগ্ম আহবায়ক এসএম জাকির হোসেন জানান, পাটকল শ্রমিকদের ৫ থেকে ১৪ সপ্তাহ পর্যন্ত মজুরি বকেয়া রয়েছে।

এছাড়া দীর্ঘদিন ধরে মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানানো হলেও তা’ কার্যকর হয়নি। এ কারনে বিক্ষুদ্ধ শ্রমিকরা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে লাল পতাকা মিছিল বের করে।  


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর