রাজধানীতে ট্রেনের শিডিউল বিপর্যয়

ফাইল ছবি

রাজধানীতে ট্রেনের শিডিউল বিপর্যয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

রাজধানীতে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। আজ সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন ঘরমুখী মানুষ।

সকালে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতেই দেখা যায় মানুষের দীর্ঘ সারি। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

প্ল্যাটফর্মে মালপত্র নিয়ে ট্রেনের জন্য অপেক্ষায় রয়েছেন তারা।

খোঁজ নিয়ে যায়, টিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল ৮টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি সকাল ১০টা পর্যন্ত  ঢাকায় এসে পৌঁছায়নি।  খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও সেটি সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ার কথা রয়েছে বলে রেল সূত্র জানায়।

এ ছাড়া সকালের আরও বেশ কয়েকটি ট্রেন, যেমন- আখাউড়াগামী তিতাস কমিউটার, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ের কারণে ১ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়তে পারে।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, দু-একটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। বাকি সব ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে গেছে। সদরঘাটে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের চাপ ছিল মোটামুটি। বাড়তি যাত্রী বহনে সদরঘাট ও আশপাশের ঘাটগুলোতে শতাধিক লঞ্চ ছিল অপেক্ষমাণ।

সম্পর্কিত খবর