'শিল্প খাতকে সুবিধা বাড়াতে বাজেটে করহার সংশোধন করা হবে'

'শিল্প খাতকে সুবিধা বাড়াতে বাজেটে করহার সংশোধন করা হবে'

নিম্ন আয়ের মানুষের করহার কমানোর হবে

'শিল্প খাতকে সুবিধা বাড়াতে বাজেটে করহার সংশোধন করা হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, শিল্প খাতকে বাড়তি সুবিধা দিতে এবার বাজেটে করহার সংশোধন করা হবে এবং নিম্ন আয়ের মানুষের ওপর করহার ১০ শতাংশ থেকে কমানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন । এ ছাড়া প্রতিবন্ধী ও নারীদের কর সুবিধা আরো বাড়ানো হচ্ছে। একই সঙ্গে করপোরেট করের ধাপ কমানো এবং জমি নিবন্ধন ফি কমিয়ে সহজ করার পরিকল্পনার কথা বলেন তিনি।

চট্টগ্রামে আগাম বাজেট পরামর্শ শুনতে এসে ব্যবসায়ী ও পেশাজীবীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম উইমেন চেম্বার নেতাদের সঙ্গে পৃথক প্রাক-বাজেট মতবিনিময় করেন তিনি।

রাজস্ব আয় বাধাগ্রস্ত না করে এবারের বাজেট গণমুখী করা হবে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের কিছু সুবিধা দেওয়া হবে, তাহলে ব্যবসা বৃদ্ধি পাবে। কারণ ব্যবসা বাড়লেই রাজস্ব বাড়বে। বিনিয়োগ বাড়াতে কস্ট অব ডুয়িং বিজনেস বা খরচ কমানোর জন্য শুল্ক স্তর বিন্যাস বা কমানো হবে।

ব্যাংক সুদ কমানোর ক্ষেত্রে নেওয়া উদ্যোগ কার্যকর হয়েছে, এতে ক্রমান্বয়ে সুদের হার কমে আসবে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর