ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড: আইনের দাবিতে মানববন্ধন

ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড: আইনের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে সারা দেশের ন্যায় পিরোজপুরেও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সকালে পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব রোডে আয়োজিত মানববন্ধনে  ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড আইন করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেএনএনপিএফ এর পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক ও পিডিএফ এর  নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্না,সাবেক ভাইস চেয়ারম্যান(কাউখালী) ও বিশিষ্ট নারী নেত্রী কাজী রুহীয়া বেগম হাসি, মহিলা পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, শিক্ষক নেতা  মোঃ হাবিবুর রহমান,মহিলা পরিষদ পিরোজপুর জেলা সহ-সভাপতি অর্পণা রানী হালদার প্রমুখ।  

বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করতে হবে।

। তারা আরো বলেন, দেশে আজ কোথাও নারী নিরাপদ নয়, নারীর ওপর প্রতিনিয়তই চলছে ধর্ষণ,যৌন নির্যাতনসহ বিভিন্ন নিপীড়ন। তাই আর নয় প্রতিবাদ, এবার থেকে হবে প্রতিরোধ। সারা দেশে এই ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে, চলবে।


অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর