কুকুরের মৃত্যুদণ্ড!

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুকুর চিকো

কুকুরের মৃত্যুদণ্ড!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জার্মানির হ্যানোভার শহরে এক মহিলা ও তার ছেলেকে খুন করার অপরাধে একটি কুকুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

চিকো নামের ওই কুকুরের বিরুদ্ধে আদালত এমন রায় দেন চলতি মাসের শুরুর দিকে।  

জানা যায়, ঘটনার দিন ভদ্র মহিলার মেয়ে তার মা ও ভাইয়ের সাথে যোগাযোগ করতে না পেরে ফ্ল্যাটে আসেন। বার বার কলিং বেল চাপার পরও কেউ গেট না খোলায় কড়া নাড়তে থাকেন।

এরপরও কেউ গেট না খুললে জানালার সামনে যান। জানালার ওপার থেকে প্রথমে ভাইয়ের মৃতদেহ দেখতে পান মেয়েটি।  

সঙ্গে সঙ্গে তিনি দমকল বাহিনীকে খবর দেন। তারা এসে দরজা ভেঙ্গে কুকুরটিকে ধরে ফেলেন।

ময়নাতদন্তে প্রমাণিত হয়, চিকোর কামড়েই মারা যান তার ৫২ বছর বয়সী মালকিন লেজিমে ও লেজিমের ২৭ বছরের ছেলে লিরিডোন।  

আদালতের রায় অনুযায়ী, চিকোর মৃত্যুদণ্ড কার্যকর হবে ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে।

আপাতত চিকোকে রাখা হয়েছে স্থানীয় একটি পশু আশ্রয় কেন্দ্রে। একটি বিশ্বস্থ প্রাণী হঠাৎ কেন এমন কাজ করলো তা এখনো পরিষ্কার নয়।

সূত্র: ডেইলি মেইল    •       সুফিয়ান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর