বিএনপির মিছিলে চড়াও পুলিশ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির মিছিলে চড়াও পুলিশ, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।  

আজ দুপুর ২টার দিকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি কিছুদূর এগোতেই ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান জানান, বিএনপির নেতা-কর্মীরা রাস্তা বন্ধ করে মিছিল নিয়ে যাচ্ছিল। পুলিশ সরিয়ে দিতে গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে।
news24bd.tv

এ সময় পুলিশও তাদের ধাওয়া করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন আটক করা হয়েছে।

তাদের পল্টন থানায় পাঠানো হয়েছে।  

তবে তাৎক্ষণিকভাবে আটকের সংখ্যা ও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। বিএনপির নেতাকর্মীদের ইটে নিজেও হাতে আঘাত পেয়েছেন বলে জানান শিবলী নোমান।

ঘটনার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির প্রতিবেদক আরমান ও  ক্যামেরাপারসনকে আটক করা হয় বলে অভিযোগ উঠে।

এ বিষয়ে জানতে চাইলে শিবলী নোমান বলেন, ‘কিছু একটা নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে। ’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রোববার ৮ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষিত ওই কর্মসূচি পালনে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর