পরমাণু সমঝোতার প্রতি সমর্থন মার্কেলের

পরমাণু সমঝোতার প্রতি সমর্থন মার্কেলের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

মার্কেল বলেছেন, পরমাণু সমঝোতা থাকাকে আমরা কল্যাণকর হিসেবে বিশ্বাস করি। সর্বদিক থেকে সঠিক না হলেও বরং কোনো সমঝোতা না থাকার চেয়ে এটি অনেক ভালো।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পরমাণু সমঝোতা বাতিল করার আহ্বান জানাচ্ছেন তখন এর প্রতি সমর্থন জানাল মার্কেল।

ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১০-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার এসব কথা বলেন মার্কেল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অভিযোগ করে আসছেন, পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। যদিও মধ্যপ্রাচ্যে একমাত্র  ইসরাইলের হাতে পরমাণু বোমা রয়েছে বলে মনে করা হয়।

পরমাণু সমঝোতার কঠোর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাতের দুই দিন আগে মার্কেলের এসব মন্তব্য।

পরমাণু সমঝোতা পুরোপুরিভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে জার্মান ঘনিষ্ঠভাবে নজর রাখবে বলেও জানান মার্কেল।

উল্লেখ্য, ২০১৫র' জুলাইয়ে জার্মানি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ২০১৬ র' জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হলেও মার্কিন সরকার কখনোই এ সমঝোতা পুরোপুরি মেনে চলেনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর