'আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই'

'আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি নেতাদের কথার জবাবে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি।
খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট ত্যাগ নিয়ে আলোচনার মধ্যে সোমবার ফেইসবুকে একথা লিখেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের ছেলে বাংলাদেশের আদালতে দণ্ড নিয়ে যুক্তরাজ্যে থাকা তারেক তার বাংলাদেশি পাসপোর্ট ত্যাগ করেছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানানোর পর তার প্রতিবাদ করে বিএনপি।

এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গ টানেন।

রিজভী বলেন, পাসপোর্ট সারেন্ডার করে তারা, যাদের ছেলে-মেয়েরা বিদেশিদের বিয়ে করে বিদেশের নাগরিকত্ব নিয়েছেন। বিদেশে বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে জয় লিখেছেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশী পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে।

গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশী পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)
 

সম্পর্কিত খবর