‘পর্নোগ্রাফি ফিল্মের কারণে শিশু ধর্ষণ বাড়ছে’

প্রতীকী ছবি

‘পর্নোগ্রাফি ফিল্মের কারণে শিশু ধর্ষণ বাড়ছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পর্নোগ্রাফি ছবির কারণে দেশে শিশু ধর্ষণ বাড়ছে বলে মনে করছেন ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং।

তাঁর দাবি এই ধরনের পর্নোগ্রাফি ছবি বাড়বাড়ন্তের কারণে শিশু ধর্ষণ বাড়ছে দেশে। এছাড়াও শ্লীলতাহানির ঘটনাও ঘটছে এ কারণেই। সে কারণে মধ্যপ্রদেশে পর্নোগ্রাফি নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

এজন্য কেন্দ্রকেও তিনি অনুরোধ করবেন বলে জানিয়েছেন।

মধ্যপ্রদেশে শিশু ধর্ষণে ফাঁসির সাজা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। মোদি অনেক পরে দেশে এই আইন কার্যকর করল। কাঠুয়া এবং উন্নাও গণধর্ষণ নিয়ে রীতিমত বিপাকে রয়েছে মোদি সরকার।

কাঠুয়ায় শিশু আসিফা ধর্ষণ নিয়ে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলেছে। তার উপর দুই বিজেপি মন্ত্রী অভিযুক্তদের সমর্থনে যে মন্তব্য করেছে তাতে সেই বিক্ষোভে আরও ইন্ধন দিয়েছে। উন্নাওতে কিশোরী ধর্ষণের সঙ্গে সরাসরি অভিযুক্ত বিজেপি নেতা। অবশেষে ভারতের মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর এই মন্তব্য বিতর্ক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর