সমুদ্রের নিচে মাছের সাথে ঘুুম!

ভারত মহাসাগরের নিচে হোটেল

সমুদ্রের নিচে মাছের সাথে ঘুুম!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভাবুন তো! আপনি বেড রুমে শুয়ে আছেন, চারদিকে নীল রঙের কাচের দেয়াল। আর তার ওপরে ক্যাটফিস, জেলিফিস, তারা মাছ, হাঙ্গরসহ নানা প্রজাতির জলজ প্রাণী ঘোরাফেরা করছে!

এটি এখন আর কোনো কল্পনা নয়। আপনি বাস্তবেই সমুদ্রের নিচে শুয়ে-বসে অনুভব করতে পারবেন স্বপ্নের চেয়েও সুন্দর এই মুহূর্তটিকে।

এই সুযোগটি করে দিয়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের একটি হোটেল।

প্রথমবারের মতো ভারত মহাসাগরের নিচে তারা এই হোটেল তৈরি করেছে। চলতি বছরের শেষ নাগাদ হোটেলটিতে বুকিং দেয়া যাবে।

news24bd.tv

১৫ মিলিয়ন মার্কিন ডলার খরচায় এই বিলাসবহুল হোটেলটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১২৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকার সমান।

এই স্থাপনাটির অবস্থান মালদ্বীপের অন্যতম পর্যটন এলাকা রাঙ্গালি দ্বীপের কাছে।

নান্দনিক এই হোটেলটিতে থাকছে সুইমিং পুল, শয়ন কক্ষ, গোসল খানা, রান্না ঘর, খাবার ঘর, বার, ব্যক্তিগত কক্ষ ও ব্যায়ামাগার।

আধুনিক ডিজাইনের এই স্থাপনাটি নির্মাণ করেছে নিউজিল্যান্ডের ক্রাউন কোম্পানি।

এই হোটেলটির প্রধান নকশাকার আহমেদ সালিম জানান, আমরা আশা করছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা এখান থেকে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরবেন।  

সালিমের ধারণা, সমুদ্রের নিচে বিশ্বের প্রথম এই হোটেলটি গবেষক ও পর্যটকদের মালদ্বীপ সম্পর্কে অনুসন্ধান করতে সাহায্য করবে।

সূত্র: ডেইলি মেইল     •   সুফিয়ান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর