ভারতের আটক থাকার পর দেশে ফিরেছে ২ শিশু-কিশোর

ভারতের আটক থাকার পর দেশে ফিরেছে ২ শিশু-কিশোর

ভারতের আটক থাকার পর দেশে ফিরেছে ২ শিশু-কিশোর

দিনাজপুর প্রতিনিধি

ভারতের শিশু শোধনাগাড়ে আটক থাকার পর আজ মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশী ২ শিশু-কিশোর।

বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ইমিগ্রেশন চেকপোষ্টে গেটের শুন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে ২ শিশু-কিশোরকে হস্তান্তর করেন। দেশে ফেরত আসা শিশু-কিশোরদের বয়স ১২ থেকে ১৬ বছর এর মধ্যে।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব কিশোররা কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে।

পরে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে ভারতের দক্ষিন দিনাজপুর শিশু শোধনাগাড়ে পাঠায়।

সেখানে দেড় বছর আটক থাকার পর দু’দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ তারা দেশে ফিরেছে।
এরা হলেন বরিশাল হেলার মুলানী উপজেলার  পুর্ব তয়কা গ্রামের এসকান মোল্লার ছেলে রনি (১২) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার  ভিতরঠালা গ্রামের রফিক মিস্ত্রির  ছেলে দেলোয়ার হোসেন (১৬)।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর