চীনে ‘দানবাকৃতির’ মশা!

হলোরোচিয়া মিকাডো প্রজাতির মশা

চীনে ‘দানবাকৃতির’ মশা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীনে ১১.১৫ সেন্টিমিটার ডানার একটি মশা পাওয়া গেছে। দেশটির পতঙ্গবিজ্ঞানীরা চিচুয়ান প্রদেশ থেকে মশাটি খুঁজে পান। তারা এর নাম দিয়েছেন ‘দানবাকৃতির মশা’।

পশ্চিম চীনের কীটপতঙ্গ জাদুঘরের তত্ত্বাবধায়ক জাও লি জানান, সন্ধানকৃত এই পতঙ্গটি পৃথিবীর বৃহত্তম মশা ‘হলোরোচিয়া মিকাডো’র একটি প্রজাতি।



বৃহৎ ডানার এই মশাটি গেল বছরের আগস্টে সিঙডুর একটি ফসল ক্ষেত থেকে খুঁজে পান তারা।  

news24bd.tv

হলোরোচিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম পাওয়া যায় জাপানে। ১৮৭৬ সালে ব্রিটিশ পতঙ্গবিজ্ঞানী জন ওবাডিয়া উইস্ট উইন্ড এর নামকরণ করেন। সাধারণত এই প্রজাতির মশার ডানার দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার হয়ে থাকে।

 

জাও লি আরো জানান, স্বল্পায়ু এই মশাগুলো দেখতে ভয়ঙ্কর হলেও এগুলো কোনো রক্ত পান করেনা । এদের প্রধান খাবার ফুলের মধু ও অন্যান্য তরল জাতীয় পদার্থ।

পৃথিবীতে ১০ হাজার প্রজাতির মশা আছে। তার মধ্যে বড়জোর একশ প্রজাতির মশা রক্ত পিপাসু।  

তিনি আরো বলেন, চীনের চিচুয়ান প্রদেশের পশ্চিমাঞ্চলে হলোরচিয়া মিকাডো প্রজাতির মশা ‘ক্রেন মশা’ নামে পরিচিত।

এই মশাগুলো সাধারণত ঝোপঝাড় বিশিষ্ট সমতল ভূমি,সবজি বাগান কিংবা পাহাড়ের ২২০০ মিটার নিচের এলাকায় বসবাস করে। দীর্ঘকায় শরীরের কারণে এই মশাগুলো দুর্বল প্রকৃতির হয়ে থাকে।  

সূত্র: সিনহুয়া, এনডি টিভি    •    সুফিয়ান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর