জনবল ঠিকাদার নিয়োগে দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন

হাসপাতালে জনবল ঠিকাদার নিয়োগে দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন

জনবল ঠিকাদার নিয়োগে দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে জনবলের ঠিকাদার নিয়োগে চরম অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ভূমিহীন সমিতি। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অন্যান্যের মধ্যে আব্দুস সাত্তার, মফিজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ হোসেন ও সোহাগ হোসেন।
 
বক্তারা বলেন, জেলায় গ্যাস আসেনি অথচ গ্যাস সংযোগের নামে ৫কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে।

দুই বছরের চুক্তিভিত্তিক চাকরিতে ৩ থেকে ৪ লাখ টাকা করে নেয়া হয়েছে বহুলোকের নিকট থেকে। অথচ নিয়োগ হবে মাত্র ৭৬ জন। এছাড়াও কোটি কোটি টাকার দূর্ণীতির মাধ্যমে আত্মসাতের কথা তুলে ধরে ডা: শাহজান আলী, ডা. রুহুল কুদ্দুস, মুরাদ হোসেন, শুব্রত দাসের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
 
বক্তারা আগামী ৩দিনের মধ্যে বিতকির্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিমা এ্যাসোঃ লিঃ এর কার্যাদেশ বাতিল না করলে কঠোর কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলে হুশিয়ারি দেন।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর