ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

নজির আহম্মদ রতন • ফেনী প্রতিনিধি

ভোগান্তির আরেক নাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় মহাসড়কের ফেনীর ৪০ কিলোমিটার অংশে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। গেল সপ্তাহ থেকে এর মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়েছে।  

সপ্তাহজুড়ে সীমাহীন যানজটে নাকাল যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

এই যানজট সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এতে মহাসড়কের কুমিল্লার পদুয়া থেকে ফেনীর মুহুরীগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে যাত্রী ও চালকরা পড়েছেন চরম দুর্ভোগে।  

ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে নষ্ট হচ্ছে সময়। পাশাপাশি নারী ও শিশুদের পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি।

দুর্ভোগ লাঘবে মহাসড়কের ওপর নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস দ্রুত নির্মাণসহ বিকল্প সড়ক তৈরির দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা।

উল্লেখ্য, রেলওয়ে ওভারপাসটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সহায়তায় আল আমিন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান ৬০ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে।

রতন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর