ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে স্বপন সর্দার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।  

আজ রাত ৮ টার দিকে স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার ১৩৪২ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটেছে।

স্বপনের পিতার নাম মৃত ইসমাইল সর্দার। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার উত্তর তের চর এলাকায়। ঢাকায় মিরপুর পূর্ব শেওড়াপাড়ার ওই বাসায় বড় ভাইয়ের সাথে থাকতো স্বপন।

স্বপনের বড় ভাই সাগর সর্দার জানান, বিকেলে স্বপন তিন তলা ভবনের ছাদে চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছিল।

তখন ওপর থেকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী এক নারীর গায়ে পড়লে তিনিও আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানাতে পারেননি তিনি।

সাগর সর্দার আরো জানান, স্বপন ইব্রাহীমপুর সালাউদ্দিন স্কুলে ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে স্কুল ছেড়ে দেয়। সে ৬ ভাই-বোনের মধ্যে সবার ছোট।

এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর