সিরিয়ায় রুশ ঘাঁটির পাশে ২ ড্রোন ভূপাতিত

সিরিয়ায় রুশ ঘাঁটির পাশে ২ ড্রোন ভূপাতিত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ায় রুশ বিমান ঘাঁটি ‌‘হেমেইমিম’ এর কাছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাঠানো দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার সের্গেই রুদস্কয় এ তথ্য জানিয়েছেন। গতকাল মস্কোয় এক বৈঠকে তিনি এ তথ্যের কথা জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার রাতে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘হেমেইমিম’ বিমান ঘাঁটির কাছে দুটি ড্রোন ভূপাতিত করে।

সিরিয়ায় বর্তমানে রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। হেমেইমিম বিমান ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে চারটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে মস্কো।

রাশিয়ার দুটি ঘাঁটি রক্ষায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হলেও সিরিয়ার সশস্ত্র বাহিনী এখনও এস-৩০০ এর আগের মডেল ব্যবহার করছে।

বুধবার সের্গেই রুদস্কয় বলেছেন, সিরিয়াকে খুব শিগগিরই নয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর