‘ওই কিশোরীর গোপনাঙ্গ অক্ষত ছিল’

‘ওই কিশোরীর গোপনাঙ্গ অক্ষত ছিল’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিথ্যা মামলায় আসারাম বাপুর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের গুজরাটের সাবেক এক পুলিশ কর্মকর্তা।

ডিজি বাঞ্জারা নামে ওই সাবেক পুলিশ কর্মকর্তার দাবি, কিশোরীর যখন মেডিকেল পরীক্ষা করা হয়, তখন তার যোনি সম্পূর্ণ অক্ষত ছিল। ধর্ষণের কোনও চিহ্নই সেখানে ছিল না।

আগেই গুজরাটের প্রাক্তন পুলিশ কর্তা দাবি করেন যে, এফআইআরে কোথাও ধর্ষণের উল্লেখ নেই।

সেখানে শুধু বলা হয়েছে ওই কিশোরীকে বাজেভাবে স্পর্শ করা হয়। কিন্তু এই মিথ্যা ধর্ষণের অভিযোগে আসারাম বাপুকে ধর্ষক বলা ঠিক নয়। এই মামলার শুনানির সময়ও ওই কিশোরী কোনওদিনই ধর্ষণের বিষয়ে মুখ খোলেনি।

ডিজি বাঞ্জারা বলেন, মেডিকেল পরীক্ষায় ধরা পড়েছে ওই কিশোরীর যোনি অক্ষত।

ধর্ষণের চিহ্ন পাওয়া যায়নি। তার কুমারীত্ব বজায় আছে এখনও। পুলিশ কর্তার কাছে এফআইআর এবং চার্জশিটের প্রতিলিপিও রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের আলোচিত ধর্মগুরু আসারাম বাপু। বুধবার জোধপুর কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক মধুসুদন শর্মা এ রায় ঘোষণা দেন। রায়ে আসারামের দুই সহযোগীও দোষী সাব্যস্ত হয়েছে। খালাস পেয়েছেন দুজন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর