দৃষ্টি কোথায়? কালো সোনা নাকি ডলারের দিকে

দৃষ্টি কোথায়? কালো সোনা নাকি ডলারের দিকে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মধ্যপ্রাচ্যের সব দেশের ভাগ্য নির্ধারণ করার অবস্থায় নেই হোয়াইট হাউজ। এ কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হস্তক্ষেপ করার জন্য আমেরিকার সমালোচনা করে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যেসব সমস্যা মোকাবেলা করছে তা বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের কারণে তৈরি হয়েছে। কিছু কিছু দেশ মনে করে একটি নিপীড়িনকারী ও দখলদার সরকার অন্য দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করে থাকবে।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি একথা বলেন।  

প্রেসিডেন্ট রুহানি বলেন, তারা মনে করে হোয়াইট হাউজ অবশ্যই মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করবে; সে কারণে তারা মনে করে আরব বিশ্বের সমস্ত সম্পদ আমেরিকা লুটপাট করতে পারে।

আমেরিকাকে উদ্দেশ্য করে ড. রুহানি বলেন, কোথায় আপনাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন? মাটির নিচে রক্ষিত কালো সোনার দিকে নাকি কিছু আরব দেশের কোটি ডলারের ব্যাংক অ্যাকাউন্টের দিকে?  

আমেরিকাকে অন্য দেশের ভাড়াটে বলে মন্তব্য করে ইরানের প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেন, আমেরিকা যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তা আধুনিক সময় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর