যুবলীগ নেতাসহ আটক ৬, পথে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

যুবলীগ নেতাসহ আটক ৬, পথে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

সৈয়দ নোমান • ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদরের দাপুনিয়া থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ককটেল ও ১৫টি দেশিয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-১৪।  

এরা হচ্ছেন- যুবলীগ নেতা আবুল হোসেন (৩৩) তার ভাই ইকবাল হোসেন (২৭), আশিকুজ্জামান (১৮), আনোয়ার হোসেন (২৫), আতিকুল ইসলাম (১৮) ও আব্দুর রশিদক (৪৫)।  

আজ ভোর ৫ টার দিকে দাপুনিয়ার হারগুজীরপাড় থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ।


 
সংবাদ সম্মেলনে শেখ নাজমুল জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দাপুনিয়া এলাকায় তারা একত্রিত হচ্ছে- এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে আবুল হোসেন ও তার ভাই ইকবাল হোসেনসহ ৫ জনকে আটক করা হয়।  

আটকের পর তাদের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি ককটেল, ১৫টি দেশিয় ধারালো অস্ত্র, তিনটি মোবাইল, একটি মোটরসাইকেল ও নগদ ১ লক্ষ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়।  

আটককৃতদের নিয়ে আসার সময় স্থানীয় আব্দুর রশিদের নেতৃত্বে কয়েকজন বাঁধা দেয় এবং তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় রশিদকেও আটক করা হয়।

মেজর নাজমুল জানান, আবুল হোসেনের নামে ৪টি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

নোমান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর