খুলনায় জোড়া হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

খুলনায় জোড়া হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় তেরখাদায় ১৭ বছর পর আলোচিত আনছার ফকির ও আজাদ মুন্সি জোড়া হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এম এ রব এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন- তেরখাদার মোকামপুর গ্রামের মিজানুর রহমান, রুহুল শেখ, বিপ্লব শেখ, আকিদুল সিকদার, এঞ্জেল শেখ ও আশরাফুল খান।

এজাহারভূক্ত অন্য ৩ আসামীকে খালাস দেয়া হয়। রায় ঘোষনার সময় আসামীদের মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন।

২০০১ সালের ১৯ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে তেরখাদার মোকামপুর গ্রামে এই দুইজনকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের আত্মীয় সাহেরা বেগম থানায় মামলা করেন।

মামলা নং-২৪৫/৪। আদালত ৩০২/২০১/১১৪ দন্ডবিধিতে আসামীদের যাবজ্জীবন ও অর্থদন্ড প্রদান করেন।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর