রাজধানীতে বেড়েছে মাছ ও রয়লার মুরগির দাম

রাজধানীতে বেড়েছে মাছ ও রয়লার মুরগির দাম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর বাজারে বিভিন্ন ধরনের মাছ ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। স্থিতিশীল আছে সবজি, চিনি, ভোজ্যতেল, আটা ও মসলাজাতীয় পণ্যের দাম। চালের দাম কিছুটা কমেছে। সব মিলিয়ে বাজারে মোটা দাগে পণ্যের দামে তেমন কোনো হেরফের নেই।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে এখন মাছ ও ব্রয়লার মুরগির সরবরাহ কিছুটা কম। এটাই দাম বাড়ার কারণ।

চাল-ডালসহ অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত সপ্তাহের তুলনায় কমবেশি স্থিতিশীল থাকলেও হঠাৎ করে বেশ বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালী কাঁচাবাজারে দুই দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বেড়ে ১৬০ টাকায়ও বিক্রি হতে দেখা যায়।

কারওয়ান বাজারের এক মুরগি বিক্রেতা জানান, ঝড়-বৃষ্টি-বাদলার কারণে সরবরাহের ঘাটতি হয়েছে। সেকারণে মুরগির দাম একটু বাড়তে পারে। কিন্তু সেটা দুই দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে যাওয়া অস্বাভাবিক।

মুরগির দাম হঠাৎ বেড়ে যাওয়াকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছেন এই খুচরা বিক্রেতা।

ব্যবসায়ীরা বলেন, দুই দিন আগেও আমরা প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১৪০ টাকায়। আজ সেটা ১৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

গুলিস্তানের কাপ্তান বাজারে মুরগির পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর