‘পটকা ফাটিয়ে ভয় দেখাতে চায় ইসরাইল’

‘পটকা ফাটিয়ে ভয় দেখাতে চায় ইসরাইল’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইল বুদবুদের চেয়ে বেশি কিছু নয় বলে মনে করেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজ ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে এক অনুষ্ঠানে এ কথা বলেন  তিনি।

ইরান পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জানিয়ে জেনারেল বাকেরি আরও বলেছেন, ইরানি জাতি সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা অনুযায়ী উন্নয়ন অব্যাহত রাখবে।

এ ক্ষেত্রে দ্বিধা-সন্দেহের কোনো অবকাশ নেই। যারা নতুনকরে নানা হুমকি দিচ্ছে। নিষেধাজ্ঞার কথা বলছে, তাদের জানা উচিৎ ইরানের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা ও সামর্থ্য রয়েছে।

‘ইরানকে ভয় দেখাতে চায় ইসরাইল’ জানিয়ে তিনি বলেন, ইসরাইল যদি এটা ভেবে থাকে যে, ইরানের আশেপাশে কিছু পটকা ফাটিয়ে ইরানি জাতিকে তার লক্ষ্য-উদ্দেশ্য থেকে ফেরানো যাবে তাহলে সে কঠিন ভুলের মধ্যে রয়েছে।

ইরানের সামরিক বাহিনীর প্রধান বলেন, প্রতিরোধ ফ্রন্ট দৃঢ়তা ও আত্মবিশ্বাসের মাধ্যমে আমেরিকা ও তার মদদপুষ্টদের পরাজিত করে ইরাক ও সিরিয়ায় শান্তি ও নিরাপত্তা ফিরে এনেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর