রমজানে ৩০০ ইমাম নিচ্ছে ফ্রান্স

রমজানে ৩০০ ইমাম নিচ্ছে ফ্রান্স

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রমজানে মরক্কো ও আলজেরিয়া থেকে প্রায় ৩০০ ইমাম নেবে ফ্রান্স। দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে তাদের নিয়োগ দেওয়া হবে। তবে এ চুক্তির জন্য প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রোর তীব্র সমালোচনার শিকার হচ্ছেন।

ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক নেতা তা বাতিলের জন্য চাপ দিচ্ছে।

কেননা ফ্রান্স ইসলাম ধর্মে যে সংস্কার দাবি করছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ফ্রান্সে প্রায় আড়াই হাজার মসজিদ রয়েছে। রমজান মাসে এসব মসজিদে তারাবির জন্য বিদেশি ইমাম নিয়োগ করা হয়।

আলজেরিয়া, তিউনিসিয়া ও তুরস্ক ফ্রান্সের মসজিদগুলো ইমাম পাঠায়।

যাদের অধিকাংশ স্বেচ্ছাসেবী হিসেবে আসেন। ইউনিয়ন অব মসকস অব ফ্রান্সের প্রেসিডেন্ট মোহাম্মদ মৌসুভি বলেছেন, হঠাৎ বিদেশি ইমাম নিয়োগকে সমস্যা মনে করা হচ্ছে কেন? কিছু মানুষ ইমাম নিয়োগের উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে না জেনে রাজনৈতিক উদ্দেশ্যে সমালোচনা করছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর