মৃত্যুদণ্ড বাদ দিতে চান সালমান

মৃত্যুদণ্ড বাদ দিতে চান সালমান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরবে মৃত্যুদণ্ড বাদ দিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। তিনি চেষ্টা করছেন এ বিষয়টি কার্যকর করা যায় কিনা।

আরব গ্যাজেটের বিবৃতিতে বলা হয় ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, আগামি একবছরের মধ্যে মৃত্যুদণ্ড বন্ধ করে যাবজ্জীবন দণ্ডবিধি কার্যকর করার চেষ্টা করা হচ্ছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে সৌদি আরবের মধ্যে ২০১৮ সালে এ পর্যন্ত ৪৮জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের মতে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এমন অর্ধেক লোক মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাই তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে মানবিকভাবে চেষ্টা করা প্রয়োজন। মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন দেয়া উচিৎ।

সূত্র: ডেইলি পাকিস্তান

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর