ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, ৩ জন হাজতে

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, ৩ জন হাজতে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে প্রায় ৪ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল মজুদ ও বিক্রয়ের অপরাধে ৩ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া শহরের জগৎ বাজারে কাল সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযান রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এডি চন্দন দেবনাথ জানান, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ও মোঃ আসলামের নেতৃত্বে জেলা শহরের জগৎ বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে জব্দ করা হয় ৩ লক্ষ ৮১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।

এ সময় অবৈধ কারেন্ট জাল মজুদ ও বিক্রয়ের দায়ে ৪ জন আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে সিরাজুল ইসলাম(৩৫), মাসুদ মিয়া(৩০) ও আদি ইসলামকে (২২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জহরলাল নামে আটক অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত কারেন্ট জালগুলো রাতেই সংশ্লিষ্টদের উপস্থিতিতে শহরে কাউতুলি এলাকার একটি পরিত্যক্ত স্থানে পুড়িয়ে ফেলা হয়েছে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর