২০২১ ফিয়াফ সম্মেলন বাংলাদেশে

২০২১ ফিয়াফ সম্মেলন বাংলাদেশে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফিল্ম আর্কাইভস (ফিয়াফ) এর ৭৭তম কংগ্রেস ঢাকায় অনুষ্ঠিত হবে। ফিয়াফ-এর ৭৪তম কংগ্রেসের সাধারণ অধিবেশনে বাংলাদেশ ২০২১ সালের সম্মেলনের আয়োজক দেশ নির্বাচিত হয়। নির্বাচনে বাংলাদেশ ৪৬-৩৭ ভোটে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়লাভ করে। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর ২০২১ সালে ফিয়াফ কংগ্রেস (সম্মেলন) ঢাকায় আয়োজনের ব্যাপারে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গত কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিল। ব্যাপক প্রচারের ফলে এবার নেদারল্যান্ডসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের বিজয় অর্জিত হয়।

স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের ৭৫টি দেশের ৮৯টি পূর্ণ সদস্য এবং ৭৬টি সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ১৯৮০ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ফিয়াফের সদস্য হয়।

উল্লেখ্য, প্রাগে ৭৪তম ফিয়াফ কংগ্রেসে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধি দলে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার।

ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার এক বিবৃতিতে বাংলাদেশকে ফিয়াফের ৭৭তম কংগ্রেসের ‘আয়োজক দেশ’ নির্বাচিত করায় সংস্থার সব সদস্য এবং তথ্য মন্ত্রণালয় ও ফিল্ম আর্কাইভের কর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।  

তিনি বলেন, ‘আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজক দেশ নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতার স্বীকৃতি মিলেছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় বিশ্বের সব আর্কাইভ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মিলন ঘটাতে চায়। যথাযোগ্য মর্যাদায় ২০২১ সালে বাংলাদেশ আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করবে। ’ 

সূত্র: বাসস    ◙     অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর