ফের ব্যর্থ ভারতের অষ্টম নেভিগেশন উপগ্রহ

ফের ব্যর্থ ভারতের অষ্টম নেভিগেশন উপগ্রহ

ফের ব্যর্থ ভারতের অষ্টম নেভিগেশন উপগ্রহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তৃতীয় বারের মতো ব্যর্থ হল ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি ইসরোর অষ্টম নেভিগেশন উপগ্রহ আইআরএনএসএস-ওয়ান এইচ। কক্ষপথের কিছুটা আগে যান্ত্রিক কারণে অকেজো হয়ে পড়ে এই উপগ্রহ।

চতুর্থ পর্বে গিয়ে মূল কাঠামো থেকে 'হিট শিল্ড'টি না খুলে আসায়, কার্যত অসফল হতে হল এই প্রকল্পকে। ইসরোর তরফে জানানো হয়েছে, কক্ষপথে স্থাপনের পরেও, ১,৪২৫ কেজি ওজনের উপগ্রহটি অকেজো হয়ে যায়।

ব্যর্থতার কারণ খুঁজতে নতুন করে কাজ করা হবে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস কিরণ কুমার।

প্রসঙ্গত, এই প্রথম ইসরোর কোনও উপগ্রহ তৈরিতে সক্রিয়ভাবে ছিল বেসরকারি উদ্যোগ। বৃহস্পতিবার সন্ধে ৬টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটা থেকে পাঠানো হয় আইআরএনএসএস-১এইচ নামে এই উপগ্রহটি। উপগ্রহটি নিয়ে মহাকাশ পাড়ি দেয় পিএসএলভি-সি৩৯ মহাকাশযান।

আইআরএনএসএস-এর অপারেশনাল নাম নেভিক, যার পাঠানো সাতটি উপগ্রহের মধ্যে একটি ঠিক মতো কাজ না করায়, তার পরিবর্তে পাঠানো হয় ওই উপগ্রহ।

সম্পর্কিত খবর