সহনশীল অবকাঠামো নির্মাণের দাবিতে ভোলায় মানববন্ধন

সহনশীল অবকাঠামো নির্মাণের দাবিতে ভোলায় মানববন্ধন

সহনশীল অবকাঠামো নির্মাণের দাবিতে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি

দুর্যোগ ও জলবায়ৃু সহনশীল অবকাঠামো নির্মাণের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট আজ বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই  মানববন্ধনের আয়োজন করেছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছে ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াল ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলের প্রায় ১ লক্ষ ৩৮ হাজার লক্ষ লোক মারা যায়।

ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ। এই দিবসটিকে স্মরণ করে বক্তারা ভোলাসহ উপকূলীয় এলাকার দুর্যোগ ও জলবায়ু ঝূকি মোকাবেলায় টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন। এ সময় জলবায়ু তহবিলের টাকা ব্যবহারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা। এসময় বক্তারা উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ ও সিসি ব্লকের মাধ্যমে নদী ভাঙন রোধ এবং সেনা বাহিনীর তত্ত্বাববধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
 

এসময় বক্তব্য রাখেন, কোস্ট ট্রাস্টের আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম, এ্যাডঃ শাহাজাহান, ভোলা নাগরিক অধিকার ফোরামের সম্পাদক এ্যাডঃ সাহাদাত হোসেন শাহিন প্রমূখ।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর