রাজধানীসহ সারা দেশে ঝড়-বৃষ্টি আরও দুই দিন

ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশে ঝড়-বৃষ্টি আরও দুই দিন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ রোববার ঝড়-বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগ ছিল দিনভর। বিকাল ৩টা পর‌্যন্ত ৬৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয় ঢাকায়। এসময় ৭৩ কিলোমিটার বেগে কালবৈশাখিও বয়ে যায়।

রোববারের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায়ই ছিল জলমগ্ন রোববারের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায়ই ছিল জলমগ্ন রাজধানীর বাইরেও ছিল বজ্রপাত, কালবৈশাখি আর ভারি বর্ষণ।

এসময় ময়মনসিংহেও দেশের সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।  

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান,  তীব্র বজ্রমেঘের কারণে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় (মঙ্গলবার)  রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টিও হতে পারে।

তিনি আরও জানান, রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় (সোমবার) রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও বেশি গতির কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে।

news24bd.tv

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এসময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

মঙ্গলবার পর‌্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর