বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

মো. বুরহান উদ্দিন • সুনামগঞ্জ প্রতিনিধি

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।  

এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাশ।

সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মনোওয়ার আলী, প্রফেসর পরিমল কান্তি দে,নারী নেত্রী শীলা রায়, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, সহকারি কমিশনার মো. আল-আমিন সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী।  

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার রায়হান শরীফ। সভা পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের কোল্ডচেইন টেকনিশিয়ান মো. ফজলুল করীম।

 

সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাশ বলেন, ‘আমরা কি সর্বদা ৬৪ নম্বর জেলায় থাকতে চাই, অবশ্যই না। স্বাস্থ্য সেবায় আমরা এগিয়ে যেতে চাই। আমরা স্বাস্থ্য বিষয়ে টেকসই উন্নয়ন চাই। এ জন্য সকলে মিলে বিশ্ব টিকাদান বিষয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। ’

বুরহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর