খুলনায় দুপুরেই নেমেছিল সন্ধ্যা!

খুলনায় দুপুরেই নেমেছিল সন্ধ্যা!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভোর থেকে খুলনার আকাশ স্বাভাবিকই ছিল। তবে দিনের আলো ফুটতেই ছিটেফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। কিন্তু বেলা ১১টা বাজতেই চারপাশ জুড়ে মেঘের ঘনঘটা। অবস্থা দেখে বোঝা যাচ্ছিল না দিন নাকি সন্ধ্যা! এর কিছুক্ষণ পরেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টি ও ঝড়।

ঝড়ো হাওয়া আর বজ্রপাতের বিকট আওয়াজে কান পাতা দায়!

সোমবার দুপুরে কালবৈশাখীর তাণ্ডবে খুলনার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গেছে।

আকাশে দিশাহীন কালো মেঘের ছোটাছোটি। আলগা দখিনা বাতাস।

কিছুক্ষণ যেতে না যেতেই আকাশজুড়ে ঘন কালো মেঘ নিংড়ে অঝোর বৃষ্টি! 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ অথবা তার থেকেও বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সাগরে সৃষ্ট বজ্রমেঘের ঘনঘটার কারণে ও লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, একই কারণে দেশের নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। জেলাগুলোতে ভারী বর্ষণ ৪৪ থেকে ৮৮ মি. লি এবং অতি ভারিবর্ষণ ৮৯ মি. লি হতে পারে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর 

সম্পর্কিত খবর