ফেসবুক ছাড়ছেন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতা

হোয়াটঅ্যাপের প্রতিষ্ঠাতা জ্যান কোউম

ফেসবুক ছাড়ছেন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফেসবুকের কাছে বিক্রি হয়ে যাওয়ার ৪ বছর পর নিজের কোম্পানি থেকেই সরে যাচ্ছেন হোয়াটঅ্যাপের প্রতিষ্ঠাতা জ্যান কোউম। তার পদত্যাগের বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

পোস্টটিতে মার্ক জাকারবার্গ মন্তব্য করেছেন, জ্যানের সরে যাওয়াতে তিনি ব্যথিত। হোয়াটসঅ্যাপ থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে অনেক কিছু শিখেছেন, জেনেছেন।

জ্যানের সঙ্গে কাজ করার কথা তিনি আজীবন মনে রাখবেন।

কোউমের সরে যাওয়ার কারণ ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ইচ্ছেমত ব্যবহার করছে। তিনি সবসময়ই হোয়াটসঅ্যাপকে দেখেছেন নিরাপদ যোগাযোগমাধ্যম হিসেবে, ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের উপায় হিসেবে নয়। তিনি ফেসবুকের পরিচালক হিসেবেও পদত্যাগ করছেন।

news24bd.tv

হোয়াটসঅ্যাপের আরেক সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন মাসখানেক আগেই সবাইকে ফেসবুক ছাড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। হোয়াটসঅ্যাপ শুরু থেকেই নিরাপত্তা ও গোপনীয়তার দিকে লক্ষ্য রেখে আসছিল। ফেসবুকের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ তাদের চেতনা বিরোধী।

সূত্র: রয়টার্স     •      অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর