ভারতে ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

ভারতে ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থান প্রদেশে ধূলিঝড়ে মৃতের সংখ্যা ৯৭ জনে পৌঁছেছে। এর মধ্যে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের চার জেলায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৬০ জন। সবচেয়ে বেশি মারা গেছে আগ্রা জেলায়।

সেখানে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে।

সূত্র জানায়, ধূলিঝড়ের কবলে পড়ে ভারতের রাজস্থানে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০০ জন। গতকাল ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ভরতপুর জেলা।

সেখানে অন্তত নয়জন মারা যায়।

ধূলিঝড়ে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। ঘরবাড়ি ধসে পড়েছে। বাড়ি ধসে পড়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজস্থানের কর্মকর্তারা। হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

গতকাল নয়া দিল্লির আবহাওয়াও খারাপ ছিল। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ১৫টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইটও ছিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর