শেষকৃত্যে যাবার পথে ব্রাশফায়ার: নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

শেষকৃত্যে যাবার পথে ব্রাশফায়ার: নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

জহুরুল আলম • খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়াম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যে যাবার পথে প্রতিপক্ষের ব্রাশফায়ারে হত্যার পর দুর্বৃত্তদের গুলিতে নিহত গণতান্ত্রিক ইউপিডিএফের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমে নিহত মাইক্রোবাস চালক পনছড়ির ফাতেমা নগরের সজিব হাওলাদার ও মহালছড়ির নতুন সমিল এলাকার সেতু লাল চাকমার মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  

আরও পড়ুন → রাঙামাটিতে ইউপিডিএফ-গণতান্ত্রিকনেতাসহ নিহত ৫, আহত ৯

পরে তপন জ্যোতি চাকমা, জনসংহতি সমিতি (এমএন-লারমা) সমর্থিত মহালছড়ি উপজেলা যুব সমিতির সভাপতি সুজন চাকমা (৩০) ও জিমিত চাকমা রেফ তনয় চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়।



উল্লেখ্য, গেল বৃহস্পতিবার (৩ মে) নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন-লারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন → মৃত্যুর আগে ওবায়দুল কাদেরকে যে অনুরোধ করেন শক্তিমান

পরের দিন শুক্রবার (৪ মে) দুপুর ১টার দিকে শক্তিমান চাকমার শেষকৃত্যে যাবার পথে তার সমর্থকদের ওপর গুলি চালায় প্রতিপক্ষরা। এতে ৫ জন নিহত ও ৯ জন আহত হয়।

 

জহুরুল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর