নামাজ পড়েই তামিমের বাড়িতে নাসির-মুমিনুলরা

সংগৃহীত ছবি

নামাজ পড়েই তামিমের বাড়িতে নাসির-মুমিনুলরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা দ্বিতীয় টেস্টের। ঈদের ঠিক একদিন পরই এই ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তাই এবার আর পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া হয়নি অধিকাংশ ক্রিকেটারের।

নামাজ পড়েই তাই তারা ছুটলেন চট্টগ্রামের তামিম ইকবালের বাসায়।

পরিবার-পরিজন ছাড়াই চট্টগ্রামে কোরবানির ঈদ করছেন নাসির হোসেন, মুমিনুল হক, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। আর সাকিব-মুশফিকসহ বাকী সাত ক্রিকেটার কোরবানির ঈদ করছেন ঢাকায়। ঈদের পর মুশফিক-সাকিবরা যার যার অবস্থান থেকে দলের সঙ্গে যোগ দেবেন।

শনিবার সকালে পুলিশ লাইন্স মসজিদ দামপাড়ায় ঈদের নামাজ আদায় করেন নাসির-মুমিনুলরা। ঈদের জামাতে তাদের সঙ্গী ছিলেন উসমান খাজা ও আলিম দার। পরে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের বাড়িতে আতিথ্য নেন ক্রিকেটাররা।  

প্রসঙ্গত, ঈদের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত বাংলাদেশ দল এবং তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অস্ট্রেলিয়া দল অনুশীলন করবে।

সম্পর্কিত খবর