ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড

ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড

ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গত বছরের ভরাডুবির পর এ বছর পাসের হার বেড়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। বেড়েছে জিপিএ-৫ এর হারও। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ৮০.৪০ শতাংশ। যেটা গত বছর ছিল মাত্র ৫৯.০৩ শতাংশ।

গত বারের তুলনায় পাসের হার বেড়েছে ২১.৩৭ শতাংশ।

এ ছাড়া বোর্ডে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। গত বছর যেটা ছিল ৪ হাজার ৪৫০ জন।

চলতি বছর ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

যাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন।

এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৩৮ শতাংশ, মানবিকে ৬৭.৮৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৮.৮৫ শতাংশ। এ বছর বিভাগে শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠান নেই। ফলে ৭৪টি প্রতিষ্ঠান থেকেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আছাদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

 


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর