ভোটারদের নিরাপদে ভোট দেয়ার ব্যবস্থা করা হবে:সিইসি

ভোটারদের নিরাপদে ভোট দেয়ার ব্যবস্থা-সিইসি

ভোটারদের নিরাপদে ভোট দেয়ার ব্যবস্থা করা হবে:সিইসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, খুলনায় স্বতস্ফুর্তভাবে ও নিরাপদে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সকল ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে খুলনা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।

আজ সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পরিচালনার কাজে কোন গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই সাথে কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়ারানির শিকার না হয় সেদিকেও তীক্ষণ নজর রাখতে হবে।
 
খুলনা নগরীতে সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী আমেজ দেখে মনে হয়েছে সবকিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে।   জনগণের মধ্যে সহনশীলতা আছে। তবে ভবিষ্যতে কোন রকম অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্রের প্রদর্শন বন্ধ রাখতে হবে। জনগণের আস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের মূলশক্তি। তাদের দায়িত্বশীল কার্যক্রমে খুলনায় একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে।

সভায় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। এতে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ দিদার আহম্মেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবীর, বিজিবি’র সেক্টর কমান্ডার তৌহিদুল ইসলাম, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যাসহ এনএসআই, ডিজিএফআই, আনসার ও অন্যান্য বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর প্রধানরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তÍতি তুলে ধরেন এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার করেন।

 

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর