সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকি

প্রতীকী ছবি

সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকি

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

নাটোরে সর্বহারা পরিচয়ে মোবাইল ফোনে মিজানুর রহমান নামে এক চিকিৎসকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। নির্ধারিত সময়ে দাবিকৃত চাঁদা না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকিও প্রদান করা হয়েছে।  এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আজ দুপুরে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মিজানুর।  

মিজানুর রহমান এ্যাপেক্স ক্লাব অব নাটোরের কোষাধ্যক্ষ ও শহরের কানাইখালী এলাকার বাসিন্দা।

 

তিনি জানান, আজ সকালে তিনি তার কর্মস্থল উত্তরবঙ্গ হেলথ কেয়ারে অবস্থান করছিলেন। এমন সময় তার ব্যক্তিগত ফোন নম্বরে একটি কল আসে। তিনি ফোন রিসিভ করলে সর্বহারার বাগমারার নেতা আজিজ পরিচয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে।  

প্রথমে সে এক ঘণ্টার সময় বেঁধে দিয়ে ০১৭৭৮৬৩৩৭৫২- এই ফোন নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে।

এছাড়া টাকা না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়।  

পরে দুপুরে বিষয়টি নিয়ে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। বর্তমানে এ নিয়ে তার পরিবারের মাঝে উৎকণ্ঠা-আতঙ্ক বিরাজ করছে।  

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বর্তমানে ওই নম্বরটি যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর