১৪ লাখ ইয়াবা বড়ি ফেলে পালাল পাচারকারীরা

১৪ লাখ ইয়াবা বড়ি ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে ১৪ লাখ ইয়াবা বড়ি সাগরে ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। সোমবার সন্ধ্যায়  সেন্টমার্টিনের পশ্চিমে সাগরে কোস্টগার্ড় এ অভিযান পরিচালনা করেন।

টেকনাফ ষ্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার বি এন সুভাশীষ দাশ জানান, কোস্টগার্ডের একক অভিযানে টেকনাফে ইয়াবা জব্দ ঘটনায় এটি সর্ববৃহৎ চালান।

তিনি বলেন, সোমবার বিকেলের দিকে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের সংলগ্ন এলাকা দিয়ে ইয়াবার বড় চালান বাংলাদেশে আনা হবে, এমন তথ্য পায় কোস্টগার্ড। ওই এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়। সন্ধ্যার দিকে সন্দেহভাজন একটি ট্রলারকে ধাওয়া করলে চারজন পাচারকারী ১০টি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের জলসীমানার দিকে পালিয়ে যায়। পরে ভাসমান অবস্থায় ১০টি বস্তার ভেতর থেকে ১৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/ইসু/তৌহিদ)

সম্পর্কিত খবর