সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট দিবস পালিত

সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট দিবস পালিত

মো. বুরহান উদ্দিন • সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (৮ মে) এক আলোচনা সভা, শোভাযাত্রা ও সম্মাননা প্রদান অন্ষ্ঠুানের আয়োজন করা হয়েছে। জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সকালে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। এরপর শহরে শোভাযাত্রা বের হয়।  

শোভাযাত্রা শেষে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মো.মতিউর রহমান পীর।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবীণ সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদের সভাপতি আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার মো.মাহবুবুর রহমান,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আপ্তাব উদ্দিন আহমেদ,আজীবন সদস্য অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু,সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, শিক্ষক তানজিনা আক্তার,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা কনিকা তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের কাজে সহযোগিতার জন্য সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়,সুনামগঞ্জের সমাজকর্মী সঞ্চিতা চৌধুরী এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মো.আবদুর রউফকে সম্মাননা প্রদান করা হয়।

বুরহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর