‘আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের সেবায় সন্তুষ্ট নই’

‘আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের সেবায় সন্তুষ্ট নই’

নিজস্ব প্রতিবেদক

বিমানের সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেছেন, ‘বিমান থেকে যাত্রী নামার পর লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু কেন? আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের (বিমান বাংলাদেশ) সেবায় সন্তুষ্ট নই। অন্যের কথা কী বলবো?’

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরো বলেন বলেন, ‘আমাকে দুইজন মন্ত্রী বলেছেন লাগেজ যদি দ্রুত দিতে পারেন তাহলে সবাই আপনার কথা মনে রাখবে।

মরক্কোর একটি উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, তারা ২০ মিনিটের মধ্যে লাগেজ দেয়। তাহলে আমরা কেন পারি না?’

তিনি বলেন, ‘এ বিষয় নিরসনে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলের সঙ্গে কথা বলেছি। তিনি দুই মাস সময় নিয়েছেন। ’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ।

তাকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘সমস্যা সমাধনে কী দরকার তা জানান। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ’

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যুরিজম বোর্ডের কো ইনচার্জ নিখিল রঞ্জন রায়, টোয়াবের পরিচালক তাসলিম আমিন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান প্রমুখ।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর