ধেয়ে আসছে গলিত লাভা! (ভিডিও)

ধেয়ে আসছে গলিত লাভা! (ভিডিও)

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরিতে সপ্তাহখানেক ধরে শুরু হয়েছে অগ্নুৎপাত। গলিত লাভা ছড়িয়ে পড়ছে আশেপাশের আবাসিক এলাকাতেও। যদিও অগ্নুৎপাত সেখানে অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

অগ্নুৎপাতের ফলে ইতোমধ্যে সেখানে বেশকিছু ছোট ও মাঝারি মাপের ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।

এছাড়া লাভার উদগীরণ অব্যাহত রয়েছে। আশেপাশের বেশকিছু এলাকা থেকে লোকজন বাড়ি-ঘর ছেড়ে সরে যাওয়ার পর সেগুলো দখল করে নিচ্ছে গলিত লাভা।

ব্রান্ডন ক্লিমেন্ট নামের এক ব্যক্তি গলিত লাভার একটি ভিডিও ধারণ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পরিত্যক্ত বাড়ির গেট দিয়ে গলিত লাভা প্রবেশ করে আস্তে আস্তে সেটা ভষ্ম করে দিচ্ছে।

এ ছাড়াও একটি পরিত্যক্ত গাড়ি ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যেতে দেখা যায় ওই ভিডিওতে।

ঘটনাটি এতো দ্রুত গতির না হলেও আগ্নেয় গিরির আশেপাশের এলাকার মানুষ জায়গাটি ঝুঁকিপূর্ণ মনে করে আগে থেকেই ঘর-বাড়ি ছেড়ে সরে যাচ্ছে।

সাম্প্রতিক তথ্যমতে, অব্যাহত লাভার উদগীরণে ওই আগ্নেয়গিরির চারপাশে আধা মাইল এলাকা জুড়ে লাভা ছড়িয়ে পড়েছে।

এবারের অগ্নুৎপাত কতটা ভয়াবহ হতে পারে সে ব্যাপারে বিশেষজ্ঞদের কাছে কোনো তথ্য নেই। তবে তারা চেষ্টা করছে অগ্নুৎপাত নিয়ন্ত্রণ করা না গেলেও অগ্নুৎপাতের ফলে যেনো কোনো প্রাণহানি না ঘটে।

সূত্র: সিএনবিসি

• অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর