'আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বিদ্যুতের দাম বাড়বে'

ফাইল ছবি

'আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বিদ্যুতের দাম বাড়বে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বিদ্যুতের দাম বাড়বে। কারণ, যে রসদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলোর দাম বেড়ে গেছে। ’

রাজধানীর হোটেল রেডিসনে মঙ্গলবার রাতে বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘কেমন বাজেট চাই ২০১৮-১৯’ শিরোনামে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং একটি বেসরকারি টিভি চ্যানেল যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে। ভেবেছিলাম আগামী বাজেটের সময় এই কমিশন করবো কিন্তু তার আগেই করছি। যাতে ডিসেম্বরের মধ্যে কমিশন একটা রিপোর্ট করতে পারে এবং সেই রিপোর্টের সুপারিশ অনুযায়ী নতুন সরকার কাজ করতে পারে। ’

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর