কাল থেকে ফের বাড়তে পারে বৃষ্টিপাত

কাল থেকে ফের বাড়তে পারে বৃষ্টিপাত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সারাদেশে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। সেই সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।  

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গেছে। তবে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী অব্যাহত থাকবে।

এরপর বৃষ্টিপাতের প্রবণতা ২ থেকে ৩ দিন কিছুটা কমবে। কিন্তু আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে বৃষ্টি, কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপ ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর