দুর্বৃত্তের হামলায় ঢামেক চিকিৎসক আহত

দুর্বৃত্তের হামলায় ঢামেক চিকিৎসক আহত

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ডাক্তার সামিউল আলম সোহান (৪৫) আহত হয়েছেন।

আজ (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে ওই চিকিৎসক বার্ন ইউনিটের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

আহত চিকিৎসক সামিউল আলম সোহান ঢাকা মহানগরের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা।

ডাক্তার সোহানের এক সহকর্মী জানান, সকালে তিনি (সোহান) খিলগাঁও থেকে মোটর সাইকেলে করে হাসপাতালে আসছিলেন। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও দোয়েল চত্বরের মধ্যবর্তী স্থানে এলে অপর একটি মোটর সাইকেলে থাকা দুইজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। কারা, কেন তার ওপর এই হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেন নি।

বার্ন ইউনিটের প্লাস্টার সার্জন ডাক্তার শরিফুল ইসলাম জানান, ডাক্তার সামিউলের পিঠে প্রায় ১০ ইঞ্চির লম্বা একটি গভীর ক্ষত রয়েছে।

শরীরের ওই কাটা স্থানে ৪৫টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতস্থানের ভেতরের দিকে আরও সেলাই লেগেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর