স্বাভাবিক হয়েছে নৌ চলাচল

স্বাভাবিক হয়েছে নৌ চলাচল

নিজস্ব প্রতিবেদক

দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে সকালে দেশের অভ্যন্তরীণ সব রুটে নৌ যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে আবহাওয়া অনুকূলে আসায় দুপুর সোয়া ১২টা নাগাদ নৌ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বিআইডাব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা বিভাগের (ঢাকা নদী-বন্দর) যুগ্ম-পরিচালক আলমগীর কবির গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আবহাওয়া  অধিদপ্তরের ঝড়ের পূর্বাভাসে তারা নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সকালে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেন।

সোয়া একঘণ্টা তা বন্ধ থাকে। ঝড়ো বৃষ্টি থেমে যাওয়ায় এখন সদরঘাটসহ সব রুটেই নৌ চলাচল স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন → বৈরী আবহাওয়া কারণে নৌযান চলাচল বন্ধ

তবে বিকেলের দিকে ঝড়ের পূর্বাভাস থাকায় সাময়িকভাবে তখন নৌ চলাচল বন্ধ রাখা হতে পারে। তবে এক্ষেত্রে সিদ্ধান্তগুলো তাৎক্ষণিকভাবেই নেওয়া হয় বলে জানান আলমগীর কবির।



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর